নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:৩৮

মন্ত্রপাঠের মাধ্যমে সরস্বতী পূজা শুরু

মন্ত্রপাঠের মাধ্যমে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটায় শুরু হয়েছে সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সূচনা হয়। পূজা চলবে আজ রাত পর্যন্ত।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। সকালে চলবে বাণী অর্চনা। পুরোহিতরা 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে'- এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন, পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। দেবীর সামনে 'হাতেখড়ি' দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে। সন্ধ্যায় থাকবে আরতি আর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আপনার মন্তব্য

আলোচিত