সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০১৭ ১০:৫৩

শাহজালালে ২৫ কেজি সোনা উদ্ধার, যাত্রী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণসহ জামিল আক্তার (৪৮) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাতে সিঙ্গাপুর থেকে আগত এই যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন জামিল। প্রথমে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শরীরের নিম্নাঙ্গে বন্ধনীর মধ্যে লুকানো অবস্থায় ২৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, উদ্ধার স্বর্ণবারগুলোর মোট ওজন ২৫ কেজি এবং দাম সাড়ে ১২ কোটি টাকা।

স্বর্ণ পাওয়ার পর জামিলকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ঢাকা কাস্টমস হাউসের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত