সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৭ ২০:০৪

রোহিঙ্গা শরণার্থীদের অস্থায়ী আবাসনের জন্যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ

মিয়ানমারে জাতিগত হত্যা-নির্যাতন থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনের জন্যে দুই হাজার ৩১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আশ্রয়ণ-৩ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তা বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, পরিকল্পনা কমিশন ভবনে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষানচরে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পর সেই প্রকল্পে দেশের দরিদ্র পরিবারগুলোকে পুনর্বাসন করানো হবে।

সর্বশেষ হিসাব অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে অন্তত সাত লাখ রোহিঙ্গা শরণার্থী প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এমন মানবিক বিপর্যয়ের ফলে বিশ্বব্যাপী নিন্দা ও চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি প্রত্যাবাসন চুক্তি সই করেছে।

এদিকে, চুক্তিতে উল্লেখ করা বিষয়গুলো প্রকাশ না করায় এ নিয়ে বিশেষজ্ঞরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত