সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৭ ২২:৩৩

যাজক অপহৃত হন নি: পুলিশ

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজ খ্রিষ্টান ধর্মযাজক ফাদার উইরিয়াম ওয়ালটার রোজারিও অপহৃত হননি বলে জানিয়েছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার শনিবার একথা জানান। তিনি বলেন, 'ওয়াল্টার স্বোচ্ছায় সিলেট গিয়েছিলেন।'

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার আরও বলেন, 'মোবাইল ফোন ট্রাকিং করে সিলেট বাসস্ট্যাড থেকে সুস্থ অবস্থায় ওয়ালটার রোজারিওকে উদ্ধার করা হয়েছে। এটি অপহরণের কোন ঘটনা নয়। ফাদার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে নিজেই নিজেকে লুকাতে চেয়েছিলেন।'

তিনি জানান, তারা আরও অনেক তথ্য পেয়েছেন। সেগুলো জাচাই-বাছাই করা হচ্ছে। তবে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ফাদার রোজারিও সম্পর্কে রোববার  আদালতের নির্দেশনা চাওয়া হবে।

ফাদার ওয়ালটারের সাইকেলটি হবিগঞ্জে রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে বলে জানান তিনি।   

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও গত ২৭ নভেম্বর নিখোঁজ হন। ওইদিন বিকেলে বনপাড়া মিশন মার্কেটে বড় ভাই প্রেমেল রোজারিওর সঙ্গে দেখা করে কর্মস্থলে ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে থানায় অভিযোগ করেন জোনাইল বর্নি চার্চের প্রধান পাল পুরোহিত সুব্রত পিউরিফিকেশন। এরপর পুলিশ তার খোঁজে মাঠে নামে। শুক্রবার তাকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় তাকে সিলেট থেকে নাটোরে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত