নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:০৯

‘আপনি কি আমার এমপি’ অনুষ্ঠানে উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ভিত্তিক ‘আপনি কি আমার এমপি’ প্রথম অনুষ্ঠান চ্যানেল২৪-এ প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিগণ তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
 
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২:১৫ মিনিট থেকে শুরু হওয়া প্রথম অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন ফারাবী হাফিজ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমারএমপি ডটকম।

উপস্থিত ছিলেন ড. মুসফিক হোসেন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া

টক শো’য়ে উপস্থিত সম্ভাব্য এম পি পদপ্রার্থীরা হবিগঞ্জ ১ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান তুলে ধরেন; বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সাধারণ জনগণের বিভিন্ন আশা- আকাঙ্ক্ষার কথা সরাসরি তাদের মুখ থেকে শোনেন।  সর্বশেষে তারা হবিগঞ্জ ১ আসনের জন্য উন্নয়ন পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন।

বাংলাদেশে তৃণমূল পর্যায়ের সার্বিক উন্নয়ন নিয়ে ভিন্নধর্মী এই টেলিভিশন টকশো সম্পর্কে কথা বলতে গিয়ে আমার এমপি’র চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত বলেন, “আমার এমপি (https://amarmp.com/) বিশ্বাস করে যে আপনার ভোটে নির্বাচিত আপনার এলাকার এমপি এযাবৎ কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করেছেন বা করে চলেছেন- এ বিষয়ে জানতে চাওয়া আপনার অধিকার।“

তিনি বলেন, “এছাড়া যারা আগামি নির্বাচনে প্রার্থী হতে চান তারা আপনার এলাকার উন্নয়ন নিয়ে কি ভাবছেন - আপনি এটাও সরাসরি জানতে চাইতে পারেন সম্ভাব্য এমপি প্রার্থীদের কাছে। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার ভোটে নির্বাচিত আপনার এমপি এবং সম্ভাব্য এমপি প্রার্থীদের আপনার হাতের কাছে নিয়ে আসতে।“

আমার এমপি’র এই ধারাবাহিক টক শো  “আপনি কি আমার এমপি” প্রতি শনিবার দুপুর ১২.১৫ মিনিটে চ্যানেল২৪ এ প্রচারিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত