সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৩৩

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবরোধ

কোটা প্রথার সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ব্যানারে কয়েকশ শিক্ষার্থী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার থেকে সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। এরপর তারা জাদুঘরের সামনে অবস্থান নেয়।  

শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিভিন্ন প্ল্যাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেছেন। প্ল্যাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’।

আপনার মন্তব্য

আলোচিত