সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৮ ১৬:২৪

বহরে যুক্ত হচ্ছে নতুন ৬টি জাহাজ

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি জাহাজ। 'বাংলার জয়যাত্রা' এবং 'বাংলার সমৃদ্ধি' নামের জাহাজ দুটি চলতি বছরের সেপ্টেম্বরে যুক্ত হচ্ছে।

'বাংলার অর্জন', 'বাংলার অগ্রযাত্রা' ও 'বাংলার অগ্রদূত' নামে নতুন আরো তিনটি জাহাজ আসছে ডিসেম্বরে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আসবে 'বাংলার অগ্রগতি'।

শুক্রবার চীন থেকে দেশে ফিরে বিমানবন্দরে আগত মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এ কথা জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

নৌপরিবহন মন্ত্রী 'বাংলার জয়যাত্রা' জাহাজের লাঞ্চিং অনুষ্ঠানে যোগদানের লক্ষে গত ২২ এপ্রিল রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) ৩৯ হাজার ডেড ওয়েট টনেজ (ডিডব্লিউটি) ধারণ ক্ষমতাসম্পন্ন ছয়টি জাহাজ নির্মাণ করছে। এ জন্য ব্যয় হবে এক হাজার ৮৪৩ কোটি টাকা। চীন সরকার দিবে এক হাজার ৪৪৮ কোটি টাকা এবং বিএসসি দিবে ৩৯৫ কোটি টাকা। ছয়টি জাহাজের মধ্যে তিনটি অয়েল ট্যাংকার ও তিনটি বাল্ক ক্যারিয়ার।

আপনার মন্তব্য

আলোচিত