সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৮ ১৫:১৮

শাহবাগের আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সদস্যদের উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে আন্দোলনকারী চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে শনিবার দুপুর থেকে রাজধানীর ব্যস্ততম এই সড়কটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। রোববার (২৮ অক্টোবর) পুলিশ আন্দোলনকারীদের উঠিয়ে দিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রমনা থানার এডিসি এইচ এম আজিমুল হকের উদ্ধৃতি দিয়ে দৈনিক প্রথম আলো বলছে, ‘‘আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।’’

খবরে প্রকাশ, আজিমুল হক বলেন, ‘‘তাদের নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে বলা হয়েছিল। তারা কর্ণপাত করেননি। কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না।’’

এদিকে, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, ‘‘শিগগিরই পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’’ পুলিশ সংগঠনের পাঁচজনকে আটক করে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত