সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৯ ২০:২২

বাজেটে সুখবর রয়েছে প্রবাসীদের জন্য

চলতি অর্থবছর থেকেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো টাকায় দুই শতাংশ হারে প্রণোদনা দিতে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনকালে মন্ত্রী এ প্রস্তাব করেন। প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, "এতে করে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে"।

অর্থমন্ত্রী আরও বলেন, "বীমা সুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে প্রায়ই প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং তাদের পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

"প্রবাসী কর্মীদের বীমা সুবিধার আওতায় আনা হবে, খুব দ্রুতই তা বাস্তবায়ন করা হবে", যোগ করেন তিনি


উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট পেশ করলেন বর্তমান অর্থমন্ত্রী। নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত