সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৯ ১০:১৩

কুষ্টিয়ায় আবরারের লাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটটি মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর পর আবরারকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নেমেছে।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আবরার ফাহাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকার নিজ বাড়িতে পৌঁছায়। আবরার ফাহাদের লাশ বাড়িতে আনার খবর শুনে ভোর রাত থেকেই সেখানে ভিড় জমাতে থাকেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা। সবাই ফাহাদকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন সেখানে।

শহরের পিটিআই রোড এলাকায় প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কান্নায় ভারি হয়ে  উঠেছে পুরো এলাকার পরিবেশ। সকাল সাড়ে ৬টার দিকে পিটিআই রোডে স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপির বাসভবনের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার ভাইয়ের লাশ কুষ্টিয়া এসে পৌঁছেছে।  সকাল সাড়ে ৬টায় দিকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আবরারকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা ঈদগাঁ ময়দানের পাশে কবর দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত