সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ ১১:৩১

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ৪

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার মামলায় এজাহার-ভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার রাতে নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশের স্পেশাল টিম।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামী সালমান ওরফে টনি।

মহানগর ডিবি পুলিশের উপ কমিশনার আবু আহমেদ আল মামুন জানান, তারা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, অনুপস্থিতির কারণে পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় নিজ কার্যালয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে অধ্যক্ষকে ক্যাম্পাসের ভেতরের পুকুরে ফেলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে তিনি প্রাণে রক্ষা পান।

আপনার মন্তব্য

আলোচিত