সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৫

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার্থে হাইকোর্টের রুল জারি

পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন দ্বীপের পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে আগামী চার সপ্তাহের মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া সারাদেশে প্লাস্টিকমুক্ত পর্যটন নিশ্চিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুলহাস উদ্দীন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শেখ ওমর শরীফ।

অক্টোবরে ফেসবুক গ্রুপ ‘ট্রাভেলার্স অফ বাংলাদেশ’ সেন্টমার্টিন দ্বীপে একটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সেখান থেকে ৫ শ ৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করে। পরে সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শেখ ওমর শরীফ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জনস্বার্থে একটি রিট দায়ের করেন। রিটে সেন্টমার্টিন দ্বীপের পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়।

রিট আবেদনে বলা হয়, সেন্টমার্টিন দ্বীপের পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত