সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ ১২:০১

খুলে নেওয়া হয়েছে ফারাবীর লাইফ সাপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফারাবীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তিনি এখন কথা বলছেন। অন্যদিকে ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ বাকি দুই জনের অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তুহিন ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তুহিন ফারাবীর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। বর্তমানে তিনি রাজধানীর চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক।

প্রসঙ্গত, রোববার দুপুরে নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত