সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০২০ ০০:০২

ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, যা উদ্বেগের : ড. কামাল

ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে জানিয়ে আইনের শাসন ও জনগণের নিরাপত্তায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। কেবল ঢাকাতেই নয়, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গার ধর্ষণের ঘটনা প্রতিদিন সংবাদপত্রে আসছে।

ধর্ষণের ঘটনা বাড়ার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেন বিশিষ্ট এ আইনজ্ঞ।

কেন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে? কেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঘাটতি রয়েই গেছে? এটি সত্যিই আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়, বলেন কামাল হোসেন।

মানুষের জান-মালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা মানুষের সাংবিধানিক অধিকার উল্লেখ করে কামাল হোসেন জানান, যারাই দেশের দায়িত্ব নেবেন তাদের এই দুটি দিকে অগ্রাধিকার দিতে হবে।

ধর্ষণের ঘটনা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, সমাজকে সন্ত্রাসমুক্ত করতে জনগণকে তাদের পছন্দের সরকার নির্বাচনের সুযোগ দেয়া হোক।

এ ধরনের ঘটনায় সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র নেই।

দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান কামাল হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত