বেনাপোল প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:৩৯

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও ১৯ টি মুঠোফোন উদ্ধার

ভারত থেকে পাচার হয়ে আসার পর বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে কাস্টমস ও কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা যৌথভাবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ঔষধ ও ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় এ পণ্য চালান উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস সূত্র জানায়, স্ক্যানিং মেশিনে বড় বড় তিনটি লাগেজে ঔষধের এ চালান ধরা পড়ে। এরপর লাগেজ খুলে দেখা যায় তার মধ্যে ভারতীয় উন্নত মানের পেনিটন সোডিয়াম ইনজেকশন ইউএসপি ও থ্রমবোফোপ জেল রয়েছে। এসময় ওই পাসপোর্ট যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায়।

অপরদিকে, ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী রত্না খাতুন (পাসপোর্ট নং-ইএ০৭৩৮২২১) ও আবিদ হাসানকে ( পাসপোর্ট নং-বিএল ০৩৫১৪৫৬) কাস্টমস স্ক্যানিং থেকে বের হলে সন্দেহ বশত শুল্ক গোয়েন্দারা বেনাপোল স্থল বন্দর টার্মিনালের মধ্যে বাথরুমে মহিলা দিয়ে তল্লাশি কালে রত্নার কাছ থেকে অভিনব কায়দায় লুকানো ১৬ পিচ শাওমি রেডমি-৮ প্রো মোবাইল ফোন উদ্ধার হয়।

শুল্ক গোয়েন্দা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ওই মহিলার বোরখার নীচে জিনসের প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় পকেট বানিয়ে লুকিয়ে আনা ১৯ পিস মোবাইল সেট উদ্ধার করা হয়। এবং তার সাথে থাকা আবিদের কাছ থেকে ৩ পিচ সহ মোট ১৯ পিচ মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা বলে তিনি জানান।

পাসপোর্ট যাত্রী রত্না ঢাকার গুলশান বাড্ডা এলাকার মোজাম্মেলের স্ত্রী ও আবিদ হাসান একই এলাকার আব্দুর রহমানের ছেলে।

চেকপোস্ট কাস্টমস সুপার এম এ হান্নান বলেন, এ আরও আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও শুল্ক গোয়েন্দা সদস্যরা যৌথভাবে ঔষধ ও মোবাইল ফোন  উদ্ধার করে। ঔষধ ও মোবাইল ফোনের মোট মূল্য আনুমানিক ৭ লাখ ৮৫ হাজার টাকা। তবে ঔষধের মালিক পাওয়া না যাওয়ায় মালিক বিহীন জব্দ করা হয়েছে।

অপরদিকে, সরকারী রাজস্ব দেওয়ার জন্য মোবাইলের ডিএম স্লিপ ওই যাত্রীদের দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পণ্য বেনাপোল শুক্ল গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত