সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০২০ ০৩:০১

মোদির সফর নিশ্চিত করতে ঢাকা আসছেন শ্রিংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিশ্চিত করতে সোমবার সকালে ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। খবর ইউএনবির।

মুজিব শতবর্ষের অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে ১৭ মার্চ ঢাকায় পেঁছৈানোর কথা রয়েছে মোদির।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠান যোগ দিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর আসার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি (মোদি) ১৭ মার্চ সকালে ঢাকায় আসতে পারেন।

পররাষ্ট্রসচিব বলেন, ১৭ মার্চ একটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশ মুজিব বর্ষের দিকে ‘মনোনিবেশ’ করবে।

শ্রিংলা সোমবার ঢাকায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেলেও পররাষ্ট্রসচিব হিসেবে এটিই হবে শ্রিংলার প্রথম বাংলাদেশ সফর।

দিল্লিতে সহিংসতায় মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছে বিভিন্ন সংগঠন।

আপনার মন্তব্য

আলোচিত