সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৬

পৌর নির্বাচনে কে কোথায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

কিছু ক্ষেত্রে তৃণমূলের দেওয়া প্রার্থী তালিকা পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্ধারণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করার কথা থাকলে শেষ পর্যন্ত করা হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রথম দিক থেকে এমপি-মন্ত্রীদের স্ত্রী, ভাই, আত্মীয়-স্বজদের প্রাধান্য দেয়া হচ্ছে বলে অভিযোগ শোনা গিয়েছিল। এ নিয়ে শেখ হাসিনা ক্ষোভও প্রকাশ করেছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার ক্ষোভের খুব একটা প্রতিফলন ঘটেনি বলেই মনে হচ্ছে।

এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দুই দিন বৈঠক করে দলটি। দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করে দলটি।

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় স্থানীয়ভাবে সৈয়দ মেজবাহ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলেও শেখ হাসিনার কেন্দ্রীয় মনোনয়ন এটাকে বদলে বর্তমান মেয়র জাকারিয়া আহমেদকে পাপলুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা গণমাধ্যমে সরবরাহ করা না হলে দলটির বিভিন্ন সূত্র পাওয়া কিছু চূড়ান্ত নাম পাঠকের জন্য দেয়া হলো :

ঢাকা বিভাগের প্রার্থীদের নাম : সাভারে (ঢাকা) আব্দুল গনি; মুন্সীগঞ্জ সদরে বিপল্লব, মীরকাদিমে (মুন্সীগঞ্জ) শাহিন, শরীয়তপুর সদরে আমিন কোতোয়াল, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে (টাঙ্গাইল) আনসার আলী, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে (নেত্রকোনা) অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে (নেত্রকোনা) আব্দুল হান্নান, কেন্দুয়ায় (নেত্রকোনা) আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে (নেত্রকোনা) আব্দুস সালাম।

মিরসরাইয়ে (চট্টগ্রাম) নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে (চট্টগ্রাম) দেবাশীষ পালিত; পটিয়ায় (চট্টগ্রাম) হারুন-অর-রশীদ; সন্দ্বীপে (চট্টগ্রাম) জাফরুল্লাহ, বাঁশখালীতে (চট্টগ্রাম) সেলিমুল হক, ফেনী সদরে হাজী আলাউদ্দিন, বরুড়ায় (কুমিল্লা) বাহারুজ্জামান, দাউদকান্দিতে (কুমিল্লা) নাঈম ইউসুফ, কচুয়ায় (চাঁদপুর) নাজমুল আলম স্বপন, কিশোরগঞ্জ সদরে মোহাম্মদ পারভে, কুলিয়ারচরে (কিশোরগঞ্জ) আবুল হাসান কাজল, বাজিতপুরে (কিশোরগঞ্জ) আনোয়ার হোসেন আশরাফ, ভৈরবে (কিশোরগঞ্জ) ফখরুল ইসলাম আক্কাস, হোসেনপুরে (কিশোরগঞ্জ) আব্দুল কাইয়ূম খোকন, চাটমোহরে (পাবনা) সাখাওয়াত হোসেন সাকু, কলাপাড়ায় (পটুয়াখালী) বিপুল হাওলাদার ।

পঞ্চগড়ে সদর জাকিয়া আক্তার; ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, রাণীশৈংকলে (ঠাকুরগাঁও) আলমগীর, পীরগঞ্জে কচিরুল মিয়া, গোবিন্দগঞ্জে (গাইবান্ধা) আতাউর রহমান, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন, সৈয়দপুরে (নীলফামারী) সানোয়ার হোসেন খোকন, জলঢাকায় (নীলফামারী) বাহাদুর, পাটগ্রামে (লালমনিরহাট) শমসের আলীু, বদগঞ্জে (রংপুর) উত্তম কুমার সাহা, গাইবান্ধা সদরে শাহ মাসউদ।

গাংনীতে (মেহেরপুর) আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী।

সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজি, সুজানগরে (পাবনা) আব্দুল ওহাব, বাকেরগঞ্জে (বরিশাল) লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে (বরিশাল) হারিস, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় (বরিশাল) সুভাষ চন্দ্রশীল, সুনামগঞ্জ সদরে জগলুল, কুলাউড়ায় (মৌলভীবাজার) শাহী আলম ইউনুস, বড়লেখায় (মৌলভীবাজার) আবু ইমাম মো. কামরান চৌধুর,গোলাপগঞ্জে (সিলেট) সৈয়দ মেজবাহ উদ্দিন।

পাবনা সদরে রাকিব হাসান টিপু, ইশ্বরদীতে (পাবনা) আবুল কালাম আজাদ মিন্টু, সুজানগরে (পাবনা) আব্দুল ওহাব, ফরিদপুর (পাবনা) কামরুজ্জান মাজেদ, ভাংউরা ( পাবনা ) গোলাম হাসনাইন রাসেল, তাহেরপুরে (রাজশাহী) আবুল কালাম আজাদ,আড়ানিতে (রাজশাহী) বাবুল হোসেন।

বগুড়া সদরে রেজাউল করিম মিন্টু, শিবগঞ্জে (বগুড়া) তৌহিদুর রহমান মানিক, কাহালুতে (বগুড়া) হেলাউদ্দিন কবিরাজ।

দলীয় মনোনয়ন প্রাপ্তরা গতকাল মঙ্গলবার রাত থেকে আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন তুলে দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত