সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৫ ১৮:০০

পাকিস্তানের আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল: মাহবুব

মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘অনেক আগে পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু তারা যে ধরনের মিথ্যাচার করছে এর কেবল নিন্দা জানানোই যথেষ্ট নয়, আমি এর প্রতিবাদ করছি। কেননা একাত্তরে পাকিস্তানি বাহিনী এখানে গণহত্যা চালিয়েছে।’

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে মাহবুব এসব কথা বলেন।

এর আগে তিনি প্রেসক্লাবের তৃতীয় তলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন।

ওই অনুষ্ঠানেও তিনি বলেন, ‘পাকিস্তান ডাহা মিথ্যাচার করছে। এটা ঠিক হচ্ছে না। তাদেরকে অবশ্যই অপরাধের কথা স্বীকার করতে হবে। দেশের মানুষের মতো আমিও পাকিস্তানের মিথ্যাচারে ক্ষুব্ধ।’

আপনার মন্তব্য

আলোচিত