সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২২ ১৫:০০

সিলগালা খামে ১০ জনের নাম জমা দিল আ. লীগ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের প্রস্তাবিত নামের তালিকা জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

নামের তালিকা জমা দিয়ে সেলিম মাহমুদ গণমাধ্যমকে বলেন, সিলগালা খামে করে তালিকা তারা জমা দিয়েছেন।

তিনি বলেন, দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। কাদের নাম আছে, তা জানেন না।

এরআগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সার্চ কমিটির কাছে কাদের নাম দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশ করার শেষ দিন আজ। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে আজকের পর আর নাম প্রস্তাব করা যাবে না।

আপনার মন্তব্য

আলোচিত