সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০২৩ ১৯:২৬

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঠিক কবে এই রূপরেখা দলটি চূড়ান্ত করবে, তা জানাননি তিনি।

সোমবার (২৬ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘নিবার্চনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি। আমরা এ সরকার নিয়ে আরও সুস্পষ্টভাবে কথা বলব। এজন্য আমরা সকলের সঙ্গে আলোচনা করছি। দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন বা আইনজীবী আছেন, তারা তাদের মতো করে তাদের মতামত দেবেন। সেখান থেকে একটা ভালো জিনিস বের হয়ে আসবে।’

তিনি বলেন, ‘আমরা এখনও বলছি, তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা হোক। তবে নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুবই জরুরি। কারণ এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না।’

ঈদের পরে আন্দোলন আরও বেগবান হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 'যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করা হবে।’

বিস্তারিত আসছে...

আপনার মন্তব্য

আলোচিত