সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০২৩ ২৩:৪৮

জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারকে বিদায় জানাব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারকে বিদায় জানাব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমন নির্বাচন চাই।’

শুক্রবার বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার থাকলে আওয়ামী লীগের ভাত নেই। ২০০৮ সালে সবাইকে বোকা বানিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়। ২০১৪ সালে তারা প্রহসনের নির্বাচন করেছে। ২০১৮ সালের নির্বাচন নিরপেক্ষ করার কথা বলে আগের রাতেই ভোট ডাকাতি করেছে। তারা ক্ষমতায় গিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে।

দেশের কৃষকরা কষ্টে আছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ৩০০ টাকা সারের বস্তা এখন ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ভোটের আগে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। বর্তমানে চালের কেজি ৯০ টাকা। সর্বত্র তাদের খবরদারি চলছে। বিএনপির অনেক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। অনেককে অন্যায়ভাবে হত্যা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আজ খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তারেক রহমানের ওপর নির্যাতন চালিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এসব থেকে মুক্তি চাই। আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনার নেতৃত্বেই ভোট হবে। কী আবদার? শিয়ালের কাছে কুমিরের বাচ্চা দিলে যা হয়। এ সরকারের আমলে নির্বাচন সেরকমই হবে। তাই আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন নয়।

তিনি বলেন, ২০১৮ সালে ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতন করা হয়। ওই ঘটনায় বিশ্ব বিবেক নড়ে উঠেছিল। বর্তমান সরকার জনগণের হাজার হাজার কোটি বিদেশে পাচার করেছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় পুলিশ ও জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল, জেলা শ্রমিকদলের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত