সিলেটটুডে ডেস্ক

১২ আগস্ট, ২০২৪ ১১:০৯

দ্য প্রিন্টে প্রকাশিত শেখ হাসিনার বার্তাটি সঠিক নয়: জয়

ক্ষমতাচ্যুতির পেছনে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বলে দ্য প্রিন্টে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টসহ কয়েকটি গণমাধ্যমে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ হয়।

এর বরাতে বাংলাদেশি গণমাধ্যমগুলোও প্রতিবেদন প্রকাশ করে। পরে টুইটারে পোস্ট দিয়ে তা নিয়ে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

জয় লিখেছেন, ‘সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি।’

রোববার দ্য প্রিন্ট গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেখে, নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশে এক বার্তা দেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম।’

এতে বলা হয়, হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক দেখেছে। এই বছরের জানুয়ারির নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, বিমান ঘাঁটির বদলে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তি।

তার সর্বশেষ বার্তায় , বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য সতর্ক করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ওই বার্তায় শেখ হাসিনা বলেন, ‘লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছি। তারা আপনার (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দিইনি।’

এতে বলা হয়, ওই বার্তায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের শেখ হাসিনা জানান, তিনি শিগগিরিই দেশে ফিরবেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেকে সরিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার ওঠে দাঁড়িয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিন বলেন, ‘আমি তরুণ ছাত্রদের প্রতি আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। একটা পক্ষ সুবিধা নিয়েছে।’

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমে ভাষণ দেবেন শেখ হাসিনা।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত