নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:৪৯

সন্ত্রাসের কারণে বিএনপি-জামাত জনবিচ্ছিন্ন: মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বিএনপি-জামায়াত জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ তাদের হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া হত্যা, বোমা নিক্ষেপের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। তার খায়েশ কোন অবস্থাতে পূরণ হবে না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষক শ্রমিকদের ভাগ্যান্নোয়নে যখন কাজ করছেন ঠিক তখনই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা বিগত দিনে ক্ষমতায় থাকাকালে দেশকে একটি জঙ্গী রাষ্ট্রের পরিণত করেছিল। দেশের প্রতিটি আদালতে তারা বোমা ফাটিয়েছে। ১০ ট্রাক অস্ত্র দেশে অবৈধ ভাবে আমদানী করে দেশের মানুষ হত্যার ষড়যন্ত্র করেছিল। তারা আজকে নতুন কায়দায় আবার সে অরাজগকতা শুরু করেছে। তাই আওয়ামীলীগ নেতাকর্মীদের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে। 

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দিন সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। 

ছাত্রলীগ নেতা সেলিম আহমদ এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ মুশাহিদ আলী, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নাজনিন হোসেন চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট নূরে আলম সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক মকসুদ আহমদ, ধর্ম সম্পাদক আবুল কালাম আজদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, কৃষকলীগের উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম চেয়ারম্যান, নজরুল ইসলাম বিলাল চেয়ারম্যান, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি তারা মিয়া মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিক মিয়া, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মছদ্দর আলী, মুহিত আলম শফিক মেম্বার, ছোয়াব আলী মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, মো. উস্তার আলী, এস.এম শায়েস্তা তালুকদার, আনোয়ারুল হক, শাহজাহান আহমদ, কয়েছ আহমদ, রুহুল আমীন, আব্দুল্লাহ মেম্বার, সোনারা বেগম মেম্বার, কছির উদ্দিন কাচা মিয়া, ছাত্রলীগ নেতা ইকলাল আহমদ, আনছার আলী, কুতুব উদ্দিন, এম.ইউ লাহিন, ফারুক আহমদ, ফখর উদ্দিন ছখর, আলী হোসেন শহীদ, শাবাজ আহমদ, আব্দুর রহিম, রাসেল আহমদ উস্তার, আব্দুল মালেক, গোলাম রব্বানী প্রমুখ। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালিক মামুন। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত