সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০১৫ ২২:০৯

স্বাধীনতাবিরোধী চক্রের নির্মমতার বলি জগৎজ্যোতি তালুকদার: কামরান

জগৎজ্যোতি তালুকদারের ২য় মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর আওয়ামী লীগের স্মরনসভা

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য জগৎজ্যোতি তালুকদারের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরনসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্রের নির্মমতার বলি জগৎজ্যোতি তালুকদার। স্বাধীনতার মাসে সাম্প্রদায়িক জঙ্গিবাদী ও স্বাধীনতাবিরোধীচক্রকে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৯৭১ সালের মতো বাঙালি জাতি ও ছাত্রলীগের নেতাকর্মীকে দেশরক্ষার দায়িত্ব নিতে হবে। দেশবিরোধী চক্রের মোকাবেলা করে অক্ষুন্ন রাখতে হবে স্বাধীনতার চেতনা।

সোমবার সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার ইব্রাহিম স্মৃতি সংসদে আয়োজিত স্মরণসভায় মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কামরান জানান- অচিরেই জগৎজ্যোতি হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তিনি জগৎজ্যোতির বিদেহী আত্মার শান্তিকামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
স্মরণসভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য অরুণ দেবনাথ সাগর, জয়দ্বীপ পাল, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ পারভেজ, চৌধুরী ময়নুল হক ইলিয়াছি দিনার, যোমায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জয়নাল আবেদীন লস্কর জুয়েল, দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার, ধর্ম সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, সাহিত্য সম্পাদক আমির হোসেন, বিভাগীয় উপ-সম্পাদক শহীদ মোহাম্মদ আকিব অপু, ইমদাদুল হক জাহেদ, আলাল আহমদ অভি, সাজন মিয়া, মুমিনুজ্জামান মুবিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া উল হক, মহানগর ছাত্রলীগের সদস্য মিঠু মোহন দেব, এমএ রিয়াদ, আলী হোসেন, মামুনুর রশীদ মামুন, ফরিদ মিয়া, মির্জা হামিদ অভি, সাফায়েত খান তন্ময়, আফছর রহিম, সোহেল আহমদ মুন্না, এমএ হক, ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বিজন চন্দ্র দাস, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাবিব মুহতাদি চৌধুরী, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান হোসেন, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি দেব প্রমুখ।

স্মরণসভায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এবং এমসি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। -

আপনার মন্তব্য

আলোচিত