
০৪ মার্চ, ২০১৫ ১৫:৫৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে কোরান খতম দিতে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে ঢুকেছেন বাড্ডা আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছয় জন হাফেজ।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে দলীয় সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। তখন থেকে সেখানে অনেকটা অবরুদ্ধ রয়েছেন তিনি। বাইরের কাউকে ভেতরে ঢুকতে এবং ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছিল না আইনশৃংখ্যলা বাহিনীর লোকজন।
গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা দেখা করার পর আজ বুধবার ৬ হাফেজকে খালেদার কার্যালয়ে ঢুকতে দেয়া হয়েছে।
কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার লোকজন ৬ হাফেজের নাম ঠিকানা লিখে রেখে কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছে।
আপনার মন্তব্য