নিউজ ডেস্ক

০৭ মার্চ, ২০১৫ ১৯:৫১

তেল আর জল এক হয় না; সুরঞ্জিত

তেল আর জল যেমন এক হয় না, তেমনি সন্ত্রাসের সঙ্গে মানুষের সংলাপ বা আলোচনা হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কূটনীতিকদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘আপনারা কি নাইজেরিয়ার বোকো হারাম, লাদেনের উত্তরসূরি জাওয়াহিরি, অথবা আইএসের প্রধানের সঙ্গে আলোচনা করবেন? করবেন না। আপনারা যদি সন্ত্রাস ও জঙ্গিদের সঙ্গে আলোচনা না করেন তাহলে আমাদের কীভাবে খালেদার সঙ্গে আলোচনা করতে বলেন। আসলে তেলে-জলে এক হয় না।’

২০ দলের চলমান কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাংবিধানিক বাংলাদেশে আমরা বিশ্বাস করি। কিন্তু তারা বিশ্বাস করে উগ্র সাম্প্রদায়িকতায়। তাদের সঙ্গে আলোচনা হয় না, হতে পারে না। দুই মাস হইয়া গেছে এখন আর আন্দোলন-ফান্দোলন নাই। এখন সব থুইয়া আমি গরীব সুরঞ্জিতের জিগাতলার বাসায় ১০ দিনে দুই বার বোমা মেরেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘আপনি ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে পারেন নাই। এইবারও আপনি পরাজিত হবেন। শেখ হাসিনা বিজয়ী হবে।’

তিনি আরো বলেন, ‘খবর পাইছেন তো? যখন খালেদা জিয়ার ছেলে মারা যায় তখন আমগো নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইয়াও জাতীয় পতাকা লইয়া তার বাড়িতে গেছেন। আর খালেদা জিয়া আর তার পোলা তারেক জিয়া কী করছে জানেন? আমেরিকাতে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করার লাইগা ঢাকা থেকে খালেদা জিয়া লোক লাগাইছে। ধরা খাইছে আদালতে পাঁচ বছর জেল হইছে। কারাদণ্ডপ্রাপ্তরা স্বীকার করেছে তাদেরকে তারেক জিয়া ও খালেদা জিয়া এই কাজে লাগাইছে। এই হইলো খালেদা জিয়া।’ 

 

 

আপনার মন্তব্য

আলোচিত