নিউজ ডেস্ক

০৯ মার্চ, ২০১৫ ১৬:২৯

খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি শ্রমিক লীগের নেত‍াদের

হরতাল-অবরোধ-নৈরাজ্য এবং পরিবহন শ্রমিক হত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নেত‍ারা।

মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতেই হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া পরিবহন শ্রমিকসহ দেশের শ্রমজীবী নিরীহ মানুষদের হত্যা করে চলেছেন বলেও অভিযোগ করেন এ শ্রমিক সংগঠনের নেতারা।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

নেতারা বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়া হরতাল-অবরোধ চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন। দুই মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ-হরতালে শতাধিক পরিবহন শ্রমিক হতাহত হয়েছে।

শ্রমিক নেতারা বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করেন, গণতন্ত্রের রাজনীতি করেন তারা কখনোই পেট্রোল বোমা মেরে আগুনে জ্বালিয়ে মানুষ হত্যা করতে পারে না।

তারা এজন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন,  না হলে পরিবহন শ্রমিকরা অনশন কর্মসূচির মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনসুর আলী, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক, ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুল হান্নান শেখ প্রমুখ।

একই দাবিতে একই সময়ে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত