নিউজ ডেস্ক

১২ মার্চ, ২০১৫ ২০:০০

খালেদার সংবাদ সম্মেলন শুক্রবার

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন।

বিকেল ৪টায় তার গুলশানের ‍রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনের গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে তাঁর বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে এক সংবাদ-সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।'

আপনার মন্তব্য

আলোচিত