১৫ মার্চ, ২০১৫ ২০:১৮
‘দেশকে ধ্বংস আর নৈরাজ্যের দিকে ঠেলে দিতে খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট মরিয়া হয়ে উঠেছে। বিগত ২ মাসেরও অধিক সময় ধরে চলতে থাকা নৈরাজ্য থেকে মানুষ রেহাই পাচ্ছে না। এভাবে একটি দেশ ও মানুষ চলতে পারে না।’
সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতা নির্মূল ও প্রতিরেধের দাবীতে দেশব্যাপী পালিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা জাসদ কর্তৃক বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা জাসদ নেতৃবৃন্দ এ কথা বলেন।
রবিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে জেলা জাসদের নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মো. মনির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমদ মুক্তা, আহমেদ কিবরিয়া বকুল, আব্দুল হাসিব, সোলেমান আহমদ, নাসির আহমদ, হুমায়ুন কবির, পুতুল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য