নিউজ ডেস্ক

২৪ মার্চ, ২০১৫ ২২:০৫

বুলুর নামে বিএনপির বিবৃতি: হরতাল নয় গণমিছিল

টানা হরতাল-অবরোধের পর এবার স্বস্তি এলো বোধহয়! বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নামে পাঠানো বিএনপির বিবৃতিতে এবার হরতালের ঘোষণা নেই, আছে গণমিছিলের কর্মসূচি।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বুধবার সারাদেশে গণমিছিল ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের সব পর্যায়ের নেতাদের আহ্বান।

স্বাধীনতা দিবস কর্মসূচি ঘোষণা করে দুদিন আগে বিবৃতি এসেছিল বিএনপির। ২১ মার্চ বুলুর নামে আসা আরেক বিবৃতিতে ২৫ মার্চ বুধবার ভোর পর্যন্ত হরতালের বার্তা ছিল।

তবে নতুন বিবৃতিতে বুধবার সারাদেশে জেলা, থানা, পৌরসভা ও মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথা বলা হয়েছে। অর্থাৎ স্বাধীনতা দিবসে সাধারণ ছুটির আগের দিন কোনো হরতালের ঘোষণা থাকছে না।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর ২০ দলের পক্ষে ১ ফেব্রুয়ারি থেকে হরতাল ডাকেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী গ্রেপ্তার হওয়ার পর আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে প্রতি সপ্তাহের পাঁচ দিন হরতাল ডেকে দুই দফা বিবৃতি আসতে থাকে গণমাধ্যমে।

গত ১০ মার্চ সালাহ উদ্দিন ‘নিখোঁজ’ হওয়ার পর হরতালের বিবৃতি আসতে থাকে বুলুর নামে। তবে সালাহ উদ্দিনের মতো তিনিও বিবৃতি পাঠাচ্ছেন অজ্ঞাত স্থানে থেকে।

এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ চালিয়ে গেলেও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ার পর ১০ মার্চ ১২ ঘণ্টার জন্য হরতাল শিথিল করা হয়েছিল, তবে সেই বিবৃতিটি পাঠিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এরপর আবার হরতাল ডেকে বুলুর নামে বার্তা আসতে থাকলেও মঙ্গলবারেরটিতে হরতালের বদলে গণমিছিলের কথা বলা হয়েছে। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।

আপনার মন্তব্য

আলোচিত