নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ২৩:১৫

এক দিনে দুই বিবৃতি: সংশোধিত বিবৃতিতে অবরোধের কথাই বলল বিএনপি

একই ইস্যুতে একই দিনে দুই রকমের বিবৃতি দিলো বিএনপি। প্রথম বিবৃতিতে অবরোধের কর্মসূচির কথা বলা না হলেও সংশোধিত দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে অবরোধ অব্যাহত থাকার কথা। 

শনিবার (২৮ মার্চ) বেলা ৩টা ৫৮ মিনিটে আসা প্রথম বিবৃতিতে বলা হয়, “আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”

এরপর বিকাল ৫টা ২৪ মিনিটে আসা সংশোধিত বিবৃতিতে বলা হয়, “আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”

এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশোধিত বিবৃতি আসে, যাতে হরতালের উল্লেখ না থাকলেও অবরোধ চলবে বলে যুক্ত করা হয়েছে; যদিও হরতাল-অবরোধের কার্যকারিতা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না।

২০ দলের কর্মসূচি হিসেবে জানুয়ারিজুড়ে অবরোধের পর ফেব্রুয়ারির শুরু থেকে সপ্তাহের পাঁচ দিন হরতাল ডেকে বিএনপির নামে বিবৃতি আসছিল। তবে ২৪ মার্চ বুলুর নামে আসা বিবৃতিতে তার ব্যতিক্রম দেখা যায়।

২১ মার্চ বুলুর নামে আসা বিবৃতিতে ২৫ মার্চ বুধবার ভোর পর্যন্ত হরতালের বার্তা ছিল। তারপর ২৫ মার্চ দিনভর এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কোনো হরতাল ছিল না। সাপ্তাহিক ছুটির পর শনিবার নতুন করে হরতালের বার্তা এলেও এবার তা দেখা যায়নি। অর্থাৎ রোববার হরতালের কোনো ঘোষণা থাকছে না।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর ২০ দলের পক্ষে ১ ফেব্রুয়ারি থেকে হরতাল ডাকেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতি পাঠিয়ে ডাকা হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা পেছালেও সারাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এবং অফিস-আদালত খোলাই থাকছে। সড়ক, নৌ ও রেলপথে চলাচলও রয়েছে। শুরুতে অবরোধ-হরতালে পেট্রোল বোমা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকলেও আড়াই মাস পর তা অনেকটাই কমে এসেছে।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর ওই দাবি আদায়ে ফেব্রুয়ারির শুরু থেকে বিবৃতি পাঠিয়ে সপ্তাহের পাঁচ দিন হরতালের বার্তা দেওয়া হচ্ছিল।

সর্বশেষ ১৩ মার্চ সংবাদ সম্মেলনে এসে খালেদা জিয়া আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথাই বলেছিলেন। তারপর থেকে অবরোধের সঙ্গে হরতালের বিবৃতিও যথারীতি আসছিল। 

আপনার মন্তব্য

আলোচিত