০১ এপ্রিল, ২০১৫ ১৮:০৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।
বুধবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মিছিল শুরু হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আসলে পুলিশের বাধায় সেখানেই সমাবেশ করে তারা। তবে পুলিশ বাধা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তরা অবিলম্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারসহ দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবী জানান। এছাড়াও দেশব্যাপী বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধেসহ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সালাহউদ্দিন আহমদের সন্ধান দাবী করেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক প্রমুখ।
ভিডিও : বিএনপির মিছিল
আপনার মন্তব্য