নিউজ ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৫ ১২:০৯

আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া

তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুনানি শেষে রোববার বেলা ১১টা ৭ মিনিটে বকশী বাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদার আবেদন মঞ্জুর করেন।

এর আগে আদালতে উপস্থিত হতে সকাল ১০টার দিকে গুলশান কার্যালয় থেকে আদালতের উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া। পরে ১০টা ৩৫ মিনিটে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে শুরু হয় খালেদার জামিন আবেদন। এসময় এজলাস কক্ষের ভেতরে কুশনসহ সুসজ্জিত একটি কাঠের চেয়ারে বসা ছিলেন খালেদা জিয়া। গোলাপী শাড়ি পরে আসা খালেদা জিয়ার পেছনে ছিল তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ, পুলিশ ও আইনজীবীরা।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ আগস্ট মামলাটিতে চার্জশিট দাখিল করে দুদক। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত