নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৭ ২২:২১

জয়ের পর বঙ্গবন্ধুকে স্মরণ করলেন বিএনপি নেতা সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১১ হাজার ভোট বেশি পেয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে আবারও মেয়র হয়েছেন তিনি। আগেরবার সীমার বাবা আফজল খানকে হারিয়েছিলেন এই বিএনপি নেতা।

নির্বাচনে জয় নিশ্চিত হবার পর প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সামনে আসেন ধানের শীষের প্রার্থী। বলেন, "এই জয়ের পর আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের। স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি বিএনপি করলেও তাকে শ্রদ্ধা করি, তিনি না হলে দেশ স্বাধীন হতো না। যেমন করে আমাদের নেতা মেজর জিয়া না থাকলে স্বাধীনতার ঘোষণা হতো না।"

রাত ৯টার মধ্যে ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টির ফল ঘোষণা হয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে। এতে ধানের শীষ প্রতীকে সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট; নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা সীমার ভোট ৫৭ হাজার ৮৬৩।

অনিয়ম ও গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। সে দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা (৫১৮৩) সাক্কু ও সীমার ব্যবধানের চেয়ে কম হওয়ায় তা ফলে কোন প্রভাব রাখবে না।

আপনার মন্তব্য

আলোচিত