সিলেটটুডে ডেস্ক

২৪ জুলাই, ২০১৭ ১৩:২২

নাশকতার তিন মামলায় বুলুর জামিন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু রাজধানীর মিরপুর থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এরআগে চলতি মাসে আরও ১৭টি মামলায় হাই কোর্টের অপর দুটি বেঞ্চ বুলুর জামিন মঞ্জুর করেছিলেন। এ নিয়ে মোট ২০ মামলায় জামিন পেলেন তিনি। বুলু বর্তমানে কারাগারে আছেন।

২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর, মুগদা, মিরপুর ও বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত