সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৭ ১৪:১৭

প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপিপন্থি আইনজীবীরা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগের দাবি তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বলেছেন। বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার কারণে আপনি নিজেই পদত্যাগ করুন।’

জয়নুল আবেদীন আরও বলেন, ‘প্রধান বিচারপতি একা এই রায় দেননি। আপিল বিভাগের সকল বিচারপতি একমত হয়ে এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতিকে বলব, সরকারের কিছু ব্যক্তি ছাড়া ১৬ কোটি মানুষ আপনার সঙ্গে আছে।’

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবেদ রাজা, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণ প্রকাশের পর তা নিয়ে নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। রায়ে বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় বলে উল্লেখ করা হয়। এরপর জাতীয় সংসদের সদস্যরা এর বিরোধিতা করে নানা বক্তব্য দেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে নিয়ে নানা মন্তব্য করেন।

এরমধ্যে সর্বশেষ গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতিকে। উনাকে এসব কথা বলার আগে ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল বা বলেই সরে যাওয়া উচিত ছিল।’

আপনার মন্তব্য

আলোচিত