নিউজ ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৪ ০০:৫৭

বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

য়ানীবাজারে আওয়ামী শ্রমিক লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 বি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রমিক লীগের সম্মেলনে কমিটি ঘোষণার পর এ সংঘর্ষ হয়। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মূলধারা গ্রুপ পৌরশহরের উত্তরে বাজারে এবং রিভারবেল্ট গ্রুপ শহরের কলেজ রোডে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা রয়েছে। পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইজাজ আহমদ দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌরসভা আওয়ামী শ্রমিক লীগের কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে পৌরসভার বাইরের শ্রমিকলীগ নেতা আব্দুল কাদিরকে পৌর  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হলে তাঁর অনুসারিরা তা প্রত্যাখান করেন। এ নিয়ে কর্মী সম্মেলনে হট্টগোল শুরু করে কাদিরের সমর্থক উপজেলা ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপের কর্মীদের হাতে লাঞ্চিত হন শ্রমিকলীগ নেতা আলম হোসেন, বাহার উদ্দিন ও তারেক আহমদ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলন স্থলের চেয়ার ভাংচুর করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর খান, ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় মিছিল করে উপজেলা ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপের নেতাকর্মীরা উপজেলা চত্বরের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের মূলধারা গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে ইকবাল, সাহাব ও ফয়জুল নামে তিন ছাত্রলীগ কর্মী আহত হন। এসময় উপজেলা চত্বর ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।  এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সম্মেলনে তিনটি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাক ও সাংগঠনিক সম্পাদক পদে নয় জন প্রার্থীতা ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত