সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৭ ১৩:২৮

চট্টগ্রামে যুবলীগ নেতাকে পায়ে গুলি, আ’লীগ নেতা আটক

চট্টগ্রামে জয়নাল আবেদিন নামে যুবলীগের এক নেতাকে গুলি করে গুরুতর আহত করেছেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম।  এই ঘটনার পরপরই পুলিশ মঞ্জুরুলকে আটক করেছে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে শনিবার (২১ অক্টোবর) রাতে ওই গুলির ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান।

ওসি জসীম উদ্দিন আরো জানান, রাতে দুজনই অফিসার্স ক্লাবে দীর্ঘক্ষণ ছিলেন।  সেখান থেকে দুজনকে কথা কাটাকাটি করতে করতে বের হতে দেখেন স্থানীয় লোকজন।

অফিসার্স ক্লাবের সামনে স্টেডিয়ামের ছোট ফটকের মুখে দুজন দাঁড়িয়ে ঝগড়া করতে থাকেন।  এক পর্যায়ে মঞ্জুরুল আলম  পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।  এসময় মঞ্জুরুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আহত জয়নালকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে জানান জসীম উদ্দিন।

দক্ষিণ জেলা যুবলীগ নেতা জয়নাল আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার ভাই মো. আলমগীর আনোয়ারা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য। 

এদিকে ওসি জানান, ওই পিস্তলের লাইসেন্স রয়েছে বলে মঞ্জু পুলিশকে জানিয়েছেন।

তবে কি নিয়ে জয়নালের সঙ্গে মঞ্জুর বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, গুলির ঘটনায় রোববার দুপুর ১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত