সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৭ ০১:৪১

জনতার ঢল দেখে সরকারের মাথা খারাপ: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে জনতার যে ঢল নেমেছে তাতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এই হামলার পেছনে সরকারি দল দায়ী।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে বিকালে ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গণমাধ্যমের গাড়িসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করে তারা। কয়েকজন সাংবাদিককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করে দুর্বৃত্তরা। পরে চট্টগ্রামে যাওয়ার পথে মিরসরাইয়ে আবার হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় পাথরের ঢিল ছোড়ে মারে দুর্বৃত্তরা। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এক ঘণ্টার কিছু বেশি সময় ফেনীতে বিরতি শেষে সন্ধ্যার পর খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করে। রাত সোয়া ১০টার দিকে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছেন। এখানে রাত যাপন শেষে আগামীকাল সকালে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। পরদিন তিনি রোহিঙ্গাদের ত্রাণ দিতে যাবেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমাদের ধারণা ছিল এ ধরনের ত্রাণের কাজে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে সহযোগিতা করবে। আমরা যথারীতি যেসব এলাকা দিয়ে বেগম খালেদা জিয়া যাবেন সেসব জেলার স্থানীয় প্রশাসনকেও অবহিত করেছিলাম। তারপরও আমরা দেখেছি কয়েকটি জায়গায় বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করা হয়েছে।’

রিজভী বলেন, ‘আমরা মনে করি দীর্ঘদিন পর আমাদের দলে চেয়ারপারসন একটি মানবিক কাজের জন্য কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বিভিন্ন স্থানে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছেন। জনতার ঢল নেমেছে সড়কগুলোতে। কিন্তু জনতার এই ঢল দেখেই সরকারের মাথা খারাপ হয়েছে। তারা আবোল তাবোল বকছে।’

বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে নিরাপত্তা দেয়ার আহ্বান জানান রিজভী।

আপনার মন্তব্য

আলোচিত