গোয়াইনঘাট প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০১৭ ২১:১৭

বিএনপিকে বাদ দিয়ে এদেশে আর কোন নির্বাচন হবে না: সেলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেছেন, দেশের সম্পদ লুণ্ঠনকারী এ সরকারের কোন জনপ্রিয়তা নেই, আছে লাগামহীন দুর্নীতির বিস্তর অভিযোগ। মুখে মুখে তারা উন্নয়নের কথা বললেও দুর্নীতি আর লুটপাটের মহাসড়কে তারা অবস্থান করছে। সারা দেশের সড়ক মহাসড়ক গুলো নদী নালায় রূপান্তরিত হচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই হচ্ছেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান। দেশের যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই লাখো জনতার ঢল নামছে। বেগম জিয়ার সভা-সমাবেশে জনগণের এই উপস্থিতি টের পেয়ে সরকারের প্রধানমন্ত্রীসহ দুর্নীতিবাজ মন্ত্রীদের মাথা খারাপ হয়ে পড়েছে। তারা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে তাদের গুন্ডালীগ লেলিয়ে দিয়ে হামলা চালাচ্ছে।

তিনি আরো বলেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়া এই সরকার আসন্ন নির্বাচন নিয়ে ফের তামাশা শুরু করেছে। তারা চাইছে আবারো ৫ জানুয়ারি মার্কা আরেকটি ভোটার বিহীন নির্বাচন মঞ্চায়ন করতে। সেই লক্ষে ষড়যন্ত্র শুরু করেছে সরকার। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নিতে না পারেন সেই লক্ষে কথিত অভিযোগে দায়ের করা মিথ্যা সাজানো মামলায় তাকে ফাঁসাতে চায়। ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে জনগণ বিএনপি জোটের নেতাকর্মীরা সজাগ থাকলে জালিম এ সরকারের তামাশার নির্বাচন করার দিবাস্বপ্ন আর কখনোই পূরণ হবেনা। সকল ষড়যন্ত্রের নীল নকশা ভেদ করে আবারো জনগণের দল বিএনপি বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে আর কোন নির্বাচন হবে না।

এসময় পুলিশকে উদ্দেশ্যে করে তিনি বলেন, সরকারের হয়ে কাজ করুন আপনাদের স্যালুট জানাবো, কিন্তু কোন দলের হয়ে কাজ করলে ভবিষ্যৎ পরিণাম ভেবে চিন্তে করুন।

তিনি বলেন আওয়ামীলীগে যেমন কিছু ভাল লোক আছে, তেমনি আমাদের এখানকার বিএনপিতেও কিছু রাজাকার আছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোয়াইনঘাটের রাধানগরস্থ নিজ বাড়িতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আসন্ন ৮ ডিসেম্বর জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি উদ্যোগে সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী শাহ আলম স্বপনের পরিচালনা ও উপজেলা বিএনপি’র উসমান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি লুৎফুল হক (খোকন)।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা মুকাদ্দছ মিয়া, ইসমাইল হোসেন সুরুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মজির আহমদ, উপজেলা যুব দলের সভাপতি এম.এ মতিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মোঃ সাহাব উদ্দিন, জিয়াউল খাঁন জিয়ারত, ইউনুছ আহমদ, মনিরুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা এখলাসুর রহমান,২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদির, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি লোকমান উদ্দিন, যুবদল নেতা গাজী শফিক, সুলতান আহমদ, ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া ছাত্তার, জাহিদ খাঁন, গোলাম কুদ্দুস কামরুল, সালেহ আহমদ, হারুনুর রশিদ, সোহেল আহমদ, হাসান আহমদ, লিটন আহমদ, পূর্ব জাফলং বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু, লিটন মিয়া, আবুল কালাম কাশেম, রবি খাঁন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত