নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ২১:৩৫

মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের রাজনীতি: শফিক চৌধুরী

শফিকুর রহমান চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা কোন ধরণের রাজনীতি

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা কোন ধরণের রাজনীতি। এসব বন্ধ করে সঠিক পথে এসে আন্দোলন করুন। হরতাল-অবরোধ ডাকবেন আবার আপনার দলের নেতাকর্মীরাই তা মানবে না সেটা কেমন করে হয়। নিজের দলের নেতাকর্মীরা যেখানে আপনার কথা শুনছে না, সেখানে জনগণ কিভাবে আপনার কথা মানবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে বিএনপি-জামায়াত চক্র উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য দেশে-বিদেশে চক্রান্ত শুরু করেছে।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পীর লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক এইচ এম ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পংকি খান, তাজ উদ্দিন খান শিশু, কবির আহমদ কুব্বার।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকির শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী ও কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মির্জা গিয়াসুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুন নূর ও সাধারণ সম্পাদক পদে শংকর চন্দ্র ধর নির্বাচিত হন।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, মকদ্দুছ আলী, ছৈফ উল¬াহ, আরফান আলী, উস্তার আলী, আব্দুস সাত্তার, রনজিৎ ধর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দাস, আওয়ামী লীগ নেতা আছলম খান, ছয়ফুল হক, ফখরুল আহমদ মতছিন, আজিজুর রহমান, সমর কুমার দাস, শানুর আলী, বশির উদ্দিন, ফজলু মিয়া, তপন দাস, ছরকুম আলী, হাজী আব্দুল হান্নান, ময়না মিয়া, রইছ আলী, গোলাম হোসেন, আছাব উদ্দিন, গোলাম আজম মঞ্জু, আনোয়ার মাহমুদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক ছুরাব আলী, যুগ্ম আহবায়ক আমরুজ, বদরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা নূরুল হক মেম্বার, নিজাম উদ্দিন, সেলিম চৌধুরী, রফিক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন প্রমূখ।


আপনার মন্তব্য

আলোচিত