হবিগঞ্জ প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০১৫ ১৬:৪৭

জামিন মিললো না গউছের

জজ আদালেতেও জামিন পানিন হিবগঞ্জ পৌরসভার সদ্য বরখাস্তকৃত মেয়র জি কে গউছ। ফলে কারাগারেই থাকতে হচ্ছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এই আসামিকে। 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছের আইনজীবী এমএম মজিদ সোমবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহবুবুল আলম জামিন নাকচ করে দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল গত মাসে গউছসহ ১১ জনের নাম যোগ করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দিলে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর বিএনপি নেতা গউছ গত বছর ২৮ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান বিচারক।
কারাগারে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি মেয়রের পদ থেকে গউছকে সাময়িক বরখাস্ত করে।
এ মামলার আরেক আসামি সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ চারজন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদন্তের পর বর্তমানে এ হত্যা মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

আপনার মন্তব্য

আলোচিত