২০ জানুয়ারি, ২০১৫ ০০:১৯
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকার অঙ্গিকারবদ্ধ। যারা বোমা মেরে মানুষ ও গাড়ি পুড়াচ্ছে, জনগণের জানমালের ক্ষতি করছে তারা এ দেশের উন্নতি চায় না। তারা দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের লাঠি, বোমা ও হকিস্টিকের জবাব দেবে মুজিব আদর্শের সৈনিক ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার বিকেলে সিলেট নগরীল পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরুল হাসানের পরিচালনায় সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল, জগদিশ চন্দ্র দাস, প্রিন্স সদরুজ্জামান, ইলিয়াছুর রহমান ইলিয়াস, সিদ্দেক আলী, নজরুল ইসলাম নজু, শাহরিয়ার কবির সেলিম, আবু তাহের, সুদিপ দে, সেলিম আহমদ সেলিম, মকবুল হোসেন খান, আব্দুল লতিফ রিপন, সাহেদ আহমদ, সুলতান আলী মনসুর, লিটন পাল, জয়দ্বীপ পাল, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।
বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, সুজেল আহমদ, মামুনুর রশীদ মামুন, আব্দুল হাই হাদী, জিয়াউল হক জিয়া, রুহেল তরফদার, যুগ্ম সম্পাদক মিজান আহমদ পারভেজ, আবু সুফিয়ান, ময়নুল হক ইলিয়াছি দিনার চৌধুরী, আশরাফ সিদ্দেকী, সম্পাদক ম-লীর সদস্য ফয়েজ উদ্দিন পলাশ, তানভীর কবির চৌধুরী সুমন, ধনঞ্জয় দাস ধনু, দুলাল আহমদ, বদরুল ইসলাম, বিদ্যুৎ ভূষণ দেব, সামন্ত ধর, সৈয়দ শফিকুল ইসলাম, সৌমিত্র তালুকদার নুপুর, বিভাগীয় উপ-সম্পাদক শহিদ মোহাম্মদ আকিব অপু, আব্দুল বাছিত রুম্মান, মইনুল হোসেন, আরিফুজ্জামান রিফাত, নাজমুল ইসলাম, মুমিনুজ্জামান মুবিন, সহ-সম্পাদক ইব্রাহিম আহমদ জেসি, সদস্য- রথিন্দ্র দাস ভক্ত, সুমন আহমদ, মোস্তাক আহমদ, ফরিদ মিয়া, মামুনুর রশীদ মামুন, মৃণাল কান্তি তালুকদার, কিশোয়ার জাহান সৌরভ, সাফায়েত খান তন্ময়, ঝলক পাল, আবুল হোসেন, আফসর রহিম, বিজিত দাস ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাহেদুল হক রিংকু, খোকন আহমদ খোকা (সাবেক), এহসান হাবীব শিপন, বিদ্যুৎ দাস, রাব্বি মুহতাদিদ তামিম, সোয়েব আহমদ শানু, মোহন আহমদ মিলন, রকি দেব, মো. মামুন আহমদ, মো. আবু তামিম সিদ্দিকী প্রমুখ।
আপনার মন্তব্য