নিউজ ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৫ ২১:২১

আশরফ আলীর মৃত্যুতে জেলা আ’লীগের শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুহম্মদ আশরফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুহম্মদ আশরফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আশরফ আলী ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ছাত্রাবস্থা থেকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত খাঁটি এক সৈনিক হিসেবে মুজিব আদর্শ ছড়িয়ে গেছেন। ৬৫ সালের আইয়ুব বিরোধী আন্দোলনে তাকে কারাবরণ ও নির্যাতন সইতে হয়েছে। সিলেটে ছাত্রলীগকে সংগঠিত করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তারা আরো বলেন- একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি সিলেটের উন্নয়নেও তিনি ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যু নি:সন্দেহে এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত