সিলেট টুডে রিপোর্ট

২৪ জানুয়ারি, ২০১৫ ১৯:৩৬

রুখে দাঁড়াও নাশকতা

নগরীতে প্রতিবাদী পদযাত্রা ‘হোক প্রতিবাদ’


রাজনীতি ও আন্দোলনের নামে চলমান নাশকতা, মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার বিকেলে নগরীতে প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘হোক প্রতিবাদ’ নামে নাশকতাবিরোধী এই প্রতিবাদী পদযাত্রায় নগরীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।

‘রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ করো’, ‘জল্লাদের এই উল্লাসমঞ্চ আমার দেশ নয়’, ‘গর্জে ওঠো জনতা, রুখে দাঁড়াও নাশকতা’ প্রভৃতি শ্লোগান সম্বলিত প্ল্য-কার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় জামাত শিবির ও চলমান সন্ত্রাস-নাশকতা বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। প্রতিবাদী পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সভায় পদযাত্রার উদ্যোক্তা রাজীব রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদযাত্রার  উদ্যোক্তা অরুপ দাশ, একুশ তাপাদার ও সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।

সভায় বক্তারা বলেন, রাজনীতি ও আন্দোলনের নামে যে কর্মকান্ড চলছে তা কখনোই রাজনীতি হতে পারে। মানুষ পুড়িয়ে মারা কখনোই রাজনীতি হতে পারে না। এটা সন্ত্রাস, নাশকতা। একদিকে বিরোধী দল আন্দোলনের নামে মানুষ হত্যা করছে অপরদিকে, সরকার জনগনের জানমালের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ হচ্ছে। হাসপাতালের বার্ণ ইউনিট ভারি হয়ে উঠেছে দগ্ধ মানুষের আহাজারিতে। বাতাসে পোড়া মাংসের গন্ধ। এ অবস্থায় সাধারণ মানুষকেই জেগে উঠতে হবে। মানুষের সম্মিলিত শক্তিতে রুখে দিতে হবে এই নাশকতা। রুখে দিতে হবে মানুষ হত্যার এই বিভৎসতা।

নাশকতাবিরোধী প্রতিবাদী পদযাত্রা ‘হোক প্রতিবাদ’-এ প্রবীণ রাজনীতিবিদ ব্যরিষ্টার আরশ আলী, কবি একে শেরাম, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মনির হেলাল, এনায়েত হোসেন মানিক, খেলাঘর সিলেটের সভাপতি তাজুল ইসলাম বাঙালি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, পরিবেশ কর্মী আবদুল করিম কীম, নারী নেত্রী তাসমী বিনতে স্বর্ণা, নাট্যকর্মী মাধব রায়, উজ্জ্বল রায়, রিপন চৌধুরী, ইন্দ্রাণী সেন শম্পা, কবি সুমনকুমার দাশ, বিনয় ভদ্র, ধ্র“ব গৌতম, সুপ্রিয় দেব শান্ত, উজ্জ্বল চক্রবর্তী, কবি আবিদ ফায়সাল, বশির আহমদ জুয়েল, বিমান তালুকদার, ছাত্র নেতা রাশেদুল ইসলাম, নাহিদ আহমেদ , হোসাইন আহমদ চৌধুরী, সপ্তর্ষি দাশ, দিপঙ্কর দাশ গুপ্ত, সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক দেবরাজ চৌধুরী, রাজিত দত্ত আবির, মোহাম্মদ শাহরিয়ার হোসেন, বিশ্বপা ভট্টাচার্য মৌ, অভি হাসান, মারুফ অমিত, বিপ্লব বণিক, অপু মজুমদার, শাহনেওয়াজ সোহাগ, হিমেল হাসান বৈরাগী, মিথিলা মন্টি প্রমুখ।






আপনার মন্তব্য

আলোচিত