সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:২৪

গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের সমাবেশ

গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা শুক্রবার বিকালে টিলাগড় পয়েন্টে সমাবেশ করেছে। বাসদ(মার্কসবাদী) এর টিলাগড় শাখার সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পার্টি সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা।

সমাবেশে বক্তরা বলেন, গত ৬ বছরে ৬ দফা বিদ্যুতের দাম বৃদ্ধির পর আবারো বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম এক ধাক্কায় ২৬.২৯% বাড়িয়েছে মহাজোট সরকার। বিশ্ববাজারে তেলের দাম কমছে কিন্তু বাংলাদেশে কমেনি। এমন এক সময়ে বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে যখন বাজারে দ্রব্যমূল্যবৃদ্ধির চাপে জনসাধারণ অতিষ্ঠ। এতে বেড়ে গিয়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। আগামী ডিসেম্বর মাসে আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী।

বক্তারা জনগনকে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত