সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৫ ২১:২৯

জামায়াত শিবিরের ‘গোপন বৈঠক’ থেকে ৪১ নেতাকর্মী আটক

রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ চলাকালে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফার্মগেইট এলাকায় বাবুল টাওয়ার নামে একটি ভবনের ১৩ তলায় ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন সংবাদমাধ্যমকে বলেন, “নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীতে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বোমাসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, ওই বাসায় তারা গোপন বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার শিবিরের বৈঠকের সঙ্গে ওই আটকের ঘটনা কোনোভাবে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার মন্তব্য

আলোচিত