সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১১:০৩

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জন্মগ্রহণ করেন তিনি। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিকভাবে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়, সেসময় তখন তিনি বড় বোন শেখ হাসিনাকে সাথে নিয়ে জার্মানি পরিদর্শনে গিয়েছিলেন। শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে অবস্থান করার প্রাণে বেঁচে যান।  

ওই ঘটনার পর তিনি যুক্তরাজ্যে ‘রাজনৈতিক আশ্রয়’ প্রার্থনা করেন। বৃটিশ সরকার তার প্রার্থনা মঞ্জুর করেন ও সেখানেই এখন পর্যন্ত অবস্থান করছেন শেখ রেহানা। মাঝে মাঝে বাংলাদেশে কিছুদিনের জন্য অবস্থান করেন।

ব্যক্তিজীবনে শেখ রেহানা এখনো কর্মজীবি হিসেবে ইংল্যান্ডে আছেন। সংসার জীবনে ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা– টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকের গর্বিত মা তিনি।

টিউলিপ সিদ্দিকী লন্ডনের ক্যামডেন কাউন্সিলের লেবার পার্টির পক্ষ নিয়ে কাউন্সিলার নির্বাচিত হন। আর ছেলে রেদওয়ান ইউএনডিপির একটি প্রকল্পে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত আছেন। 

আপনার মন্তব্য

আলোচিত