২৫ ডিসেম্বর, ২০১৯ ২১:৪২
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাজা বাতিল ও ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ডেকেছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেবেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ, সভাপতিত্ব করবেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
আপনার মন্তব্য