
০১ ফেব্রুয়ারি , ২০২০ ১২:৫৮
গণফ্রন্ট মনোনীত মাছ মার্কার মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন
‘ডিজিটাল কারচুপির’ অভিযোগ তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন গণফ্রন্ট মনোনীত মাছ মার্কার মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন।
শনিবার দুপুর ১২টার দিকে পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
আব্দুস সামাদ সুজন বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নামে ডিজিটাল ভোট কারচুপি ও প্রহসন চলছে। আমি সকাল থেকে ৩০টি কেন্দ্র পরিদর্শন করে দেখলাম আওয়ামী লীগ নেতাদের ঘোষণা মোতাবেক সকল কেন্দ্রের দখল নিয়ন্ত্রণ নিয়েছে তাদের নেতাকর্মীরা।
তিনি বলেন, সামান্য যে কয়েকজন ভোটার কেন্দ্রে গেছেন তারাও কেউ ভোট দিতে পারছেন না। কারণ ইভিএম সম্পর্কে তাদের কোন ধারনা নেই।
তিনি আরও বলেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে মনে হলো ডিজিটাল ভোট ডাকাতির মহাউৎসব চলছে। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শতশত নেতাকর্মী অবস্থান নিয়ে আছে।
আব্দুস সামাদ সুজন বলেন, তাই আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়ালাম।
আপনার মন্তব্য